ঢাকাSaturday , 18 May 2024
  • অন্যান্য

কেরানীগঞ্জে অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, আটক ৩

নাসির উদ্দিন টিটু
এপ্রিল ১, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ । ৩৬ জন
link Copied

ঢাকার কেরানীগঞ্জে অবৈধভাবে মাটিকাটার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১ এপ্রিল ) সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা কুমলিরচর এলাকায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু রিয়াদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এ সময় আতিক (১৯) মোতাহার (৫৫) ও শামীম হোসেন ( ২৯) নামের তিনজনকে আটক এবং মাটিকাটায় ব্যবহৃত একটি মহেন্দ্র ট্রাক ও একটি শ্যালো মেশিন জব্দ করা হয়েছে।

পরে সহকারী কমিশনার কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক তিনজনকে এক মাসের কারাদন্ড প্রদান করেন।

অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ বলেন কেরানীগঞ্জের কোথাও কৃষকের কৃষি জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার সুযোগ নেই।কোন অভিযোগ পেলে সাথে সাথেই ব্যবস্থা নেয়া হবে।

অভিযানকালে কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার বেঞ্চ সহকারী মোঃ শরীফ হোসেন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে। জব্দকৃত মালামাল উপজেলা পরিষদের হেফাজতে রাখা হয়েছে।