ঢাকাSaturday , 27 April 2024

মানুষের স্বপ্নকে সফল করার জন্য কাজ করতে হবে: প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার

আল কোরাইশ রকি
মার্চ ২৬, ২০২৪ ৫:১৩ অপরাহ্ণ । ৭৪৮ জন
link Copied

নওগাঁর পত্নীতলার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি বলেছেন, “আমাদের বুঝতে হবে আমাদের মানতে হবে স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতার অর্থ দায়িত্বপূর্ণ আচরণের মাধ্যমে মানুষের আরাধ্য স্বপ্নকে সফল করবার জন্য নিরলসভাবে কাজ করা।”

তিনি সবাইকে আহ্বান জানান জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণ এবং জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলা বিনির্মাণের জন্য, মানুষের আরাধ্য স্বপ্নকে বাস্তবায়নের জন্য। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আমরা স্মার্ট বাংলা গড়বোই গড়বো।
জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, আপনাদের জন্য শেখ হাসিনার ঝুড়িতে আরো অনেক উপহার জমা রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে আপনারা পাবেন।

মঙ্গলবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা হয়। পরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এক মিনিট নিরবতা পালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত, দেশ এবং জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধান্জলি অর্পন করা হয়।

সকাল সাড়ে ৮ টায় নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও শান্তির প্রতীক পায়রা অবমুক্ত, প্যারেড পরিদর্শন , বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষারক্ষার্থীদের অভিবাদন ও কুচকাওয়াজ, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণদের সংবর্ধনা। হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, মুক্তিযোদ্ধা বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী সহ নানা কর্মসূচি পালন করা হয়।

ইউএনও পপি খাতুন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। আ’লীগ সভাপতি আব্দুল খালেক চৌধুরী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ শহীদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, থানার ওসি মোজাফফর হোসেন, তদন্ত ওসি সেলিম রেজা, আ’লীগ সহ সভাপতি আবুল কালাম আজাদ, পৌর আ’লীগ সভাপতি শহিদুল আলম বেন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্ত, জেলা পরিষদ সদস্য আজাদ রহমান ও ফাতেমা জিন্না ঝরনাসহ বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, সুধিজন সাংবাদিকবৃন্দ প্রমূখ।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি