ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

চমেক’র নতুন পরিচালক ব্রি.জেনারেল তসলিম উদ্দিন

আবদুর রহিম
এপ্রিল ২৫, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ । ৮৮ জন
link Copied

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন। গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ–১ অধিশাখার উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে হাসপাতালটির বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে।

গত ২০২১ সালের ২০ ডিসেম্বর পরিচালক হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ পান ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান।

উল্লেখ্য, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন নিয়োগ প্রাপ্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন চট্টগ্রাম নগরীর ২৮ নং দক্ষিণ পাঠানটুলী ওয়ার্ডের অন্তর্ভুক্ত কদমতলী আবেদীয়া সরকারি প্রাথমিক স্কুল গলির বাসিন্দা এবং সন্ভ্রান্ত এক মুসলিম পরিবারের সন্তান। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক পদে নিয়োগ পাওয়ায় চট্টগ্রামের এই কৃতি সন্তান ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিনকে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন অভিনন্দন জানান।

দৈনিক বাংলা পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সদস্য আবদুর রহিম চমেক এর পরিচালক ব্রি. জেনারেল তসলিম উদ্দিনকে অভিনন্দন জানিয়ে তাঁর সুদক্ষ পরিচালনায় চট্টগ্রামবাসী চট্টগ্রাম মেডিক্যালে স্বাস্থ্য সেবায় নব দিগন্তের উন্মোচন হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।