ঢাকাMonday , 2 December 2024
আজকের সর্বশেষ সবখবর

পাল্টে গেল গণতান্ত্রিক সংস্কার পার্টির নাম

নিজস্ব প্রতিবেদক
মে ১২, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ । ১৯৫ জন
link Copied

‘গণতান্ত্রিক সংস্কার পার্টি’র নাম পরিবর্তন করে ‘গণতান্ত্রিক অধিকার পার্টি’ (Democratic Rights Party-DRP) করা হয়েছে। তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে কাজ করার সুবিধার জন্য দলের নামে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

গত শুক্রবার দলের আহ্বায়ক প্রফেসর ড. শাহেদা ওবায়েদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুব শিগগিরই দলের কেন্দ্রীয় কমিটি গঠন, দলের লক্ষ্য-উদ্দেশ্য ও কর্মপ্রণালী নির্ধারণ এবং দেশের ৬-৭টি জেলা কমিটি ঘোষণা করা হবে।

এর আগে, ২ মার্চ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত এক সভায় গণতান্ত্রিক সংস্কার পার্টি (Democratic Reforms Party) নামে দল ঘোষণা করা হয়। কিন্তু তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে ‘Reforms’ বা ‘সংস্কার’ শব্দটি সাধারণ মানুষ সহজে বুঝতে পারেন না। ফলে নতুন করে দলটির নাম ‘গণতান্ত্রিক অধিকার পার্টি’ হিসেবে নামকরণ করা হয়।

এসআর