ঢাকাTuesday , 17 September 2024
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা হচ্ছেন ‘ম্যাজিশিয়ান অব পলিটিক্স’: কাদের

নিজস্ব প্রতিবেদক
জুন ২৩, ২০২৪ ৫:২৩ অপরাহ্ণ । ১০৮ জন
link Copied

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ম্যাজিশিয়ান অব পলিটিক্স’। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যাকে আজকে বলি, তিনি হচ্ছেন ম্যাজিশিয়ান অব পলিটিক্স।’

রোববার (২৩ জুন) বিকাল ৫টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের এই বাংলাদেশে আমাদের সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। সেই অর্জনের জনক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

কাদের বলেন, ‘আজকে আমি বলব এই দেশে আল্লাহ পাকের ইচ্ছায় দুইটি লেগাছি সৃষ্টি হয়েছে। একটা হলো বঙ্গবন্ধু, তিনি নেই তার কন্যা আছেন। আরেকটা লেগাছি আমাদের অর্থনীতির মুক্তি। যা ধারণ করে আছেন, আমাদের প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করি। ষড়যন্ত্র চলছে৷ আজকে একটি দল অন্তর জ্বালায় জ্বলছে। জ্বালারে জ্বালা, অন্তর জ্বালা। ওরা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে৷ ওরা পূর্ণিমার রাতে অমাবস্যার অন্ধকার দেখে৷ ওরা উন্নয়ন দেখতে পায় না।’

এসময় তিনি অনুষ্ঠানে উপস্থিত বিদেশি কূটনীতিক, অন্যান্য রাজনৈতিক দলের নেতা, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।

এসআর