ময়মনসিংহসহ সারা দেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল অনুযায়ী, এবছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে অংশগ্রহণকারী মোট ১ লক্ষ ১৯ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১ লক্ষ ১ হাজার ৩৫৮ জন। ৮৩.৬৪% হারে মোট ছাত্র পাস করেছে ৫০ হাজার ৬৯৪ জন এবং ছাত্রী পাস করেছে ৮৬.৪২% হারে মোট ৫০ হাজার ৬৬৪ জন। সে অনুযায়ী, এবছর ময়মনসিংহ শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫%।
রবিবার (১২ এপ্রিল) প্রকাশিত ফলাফল অনুযায়ী, ময়মনসিংহ বিভাগের চারটি জেলার মধ্যে জামালপুরে ৮৯.০৯%, ময়মনসিংহে ৮৪.৩৭%, শেরপুরে ৮৩.২২% এবং নেত্রকোনায় ৮২.৩৯% পরীক্ষার্থী পাস করেছে। বিভাগের পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শাখায় ৯২.৭৩%, মানবিক শাখায় ৮০.২১% এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮৫.১৬% পাস করেছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা ১৩,১৭৬ জন। এরমধ্যে ছাত্র ৫,৯৫২ জন এবং ছাত্রী ৭,২২৪ জন।
এ বছর ময়মনসিংহ বিভাগের মোট ১৫৫টি কেন্দ্রের ১,৩১৩টি প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার ৫২টি কেন্দ্রের ৩২২টি প্রতিষ্ঠানে, ময়মনসিংহ জেলার ৬৫টি কেন্দ্রের ৫৭৯টি প্রতিষ্ঠানে, শেরপুর জেলার ১৩টি কেন্দ্রের ১৬৪টি প্রতিষ্ঠানে এবং নেত্রকোনা জেলার ২৫টি কেন্দ্রের ২৪৮টি প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ অংশগ্রহণকারী ৫২,৩৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৪,১৬০ জন; জামালপুর জেলায় ২৯,১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫,৯৪০ জন; নেত্রকোনা জেলায় ২২,২৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮,৩৪৬ জন এবং শেরপুর জেলায় অংশগ্রহণকারী ১৫,৫১৫ জনের মধ্যে ১২৯১২ জন পরীক্ষার্থী পাস করেছে। বিভাগে এবার শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৮০টি এবং শতভাগ অকৃতকার্য কোন প্রতিষ্ঠান নেই।