সাভারে ইয়াবাসহ যুবলীগ নেতা আব্দুল হামিদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় শীর্ষ মাদক কারবারি স্বপন পালিয়ে গেলেও তার স্ত্রীকে ইয়াবাসহ আটক করে পুলিশ।
সোমবার (১৩ মে) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের খনিজনগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত হামিদ বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের খনিজ নগর এলাকায় স্বপনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় স্বপন কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়। একই সাথে আব্দুল হামিদ নামে আরো এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২০০ পিসেরও বেশি ইয়াবা পাওয়া গেছে। এখনো অভিযান অব্যাহত রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই কর্মকর্তা।
এ ব্যাপারে ঢাকা জেলা যুবলীগের আহ্বায়ক জি এস মিজান বলেন, এখনো আমার জানা নেই। এরকম কারো বিরুদ্ধে মাদকের অভিযোগ আসলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।