পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)তে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দিবসের তাৎপর্য পালিত হয়েছে।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে শ্রদ্ধাঞ্জলির র্যালি নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার থেকে স্বাধীনতা চত্বরে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিন, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, প্রভোস্ট সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন শিক্ষক শিক্ষার্থী সকলকে সেই সব আত্মত্যাগকারী শহীদদের আদর্শে অনুপ্রানিত হওয়ার আহ্বান জানান।