জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নব গঠিত ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের শপথ ও অভিষেক অনুষ্ঠান রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফান্সে রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.সৌমিত্র শেখর। সংগঠনের প্রধান উপদেষ্ঠা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান, রেজিস্টার কৃষিবিদ ড. হুমায়ন কবীর।
এ সময় সংগঠনের সভাপতি শেখ মো. জালাল উদ্দিন, সাধারন সম্পাদক ফাহাদুজ্জামান মো. শিবলী, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউদ্দৌল্লাহ প্রধানসহ অন্যান্য সম্পাদ মন্ডলীগণ উপস্থিত ছিলেন।