ঢাকাMonday , 20 January 2025
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

হামিম হোসেন রিয়াজ
নভেম্বর ২৬, ২০২৩ ৭:০০ অপরাহ্ণ । ৫৭১ জন
link Copied

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিন ফিশারিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে অন্তঃফিশারিজ ফুটসাল টুর্নামেন্ট, সিজন-২।

রোববার দিনব্যাপী মোহাম্মাদপুরে অবস্থিত আলফা স্পোর্টসে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট।

টুর্নামেন্টে অংশগ্রহণ করে ৬টি দল। এর মধ্যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আসমা খাতুনের দল স্কাইট। এছাড়া রানার আপ হয়েছে মুশফিকা প্রাপ্তির দল মাভেরিক সার্কস। ফাইনালে মাভেরিক সার্কসকে ২-১ গোলে পরাজিত করে স্কাইট।

এছাড়া ম্যান অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হয় হোসেন মোহাম্মদ ফরহাদ, সর্বোচ্চ গোলদাতা হন শাহরিয়ার ইসলাম ট্রোজার, বেস্ট ডিফেন্ডার নির্বাচিত হয়তাজ মাহমুদ গাজী এবং বেস্ট গোলকিপার নির্বাচিত হয় তাসিন জামান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার আপ দলের মধ্যে পুরস্কার প্রদান করেন, মেরিন ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার বিভাগের শিক্ষক তাশরীফ মাহমুদ মিনহাজ ও জান্নাতুন নাঈমা।

এনপি