ঢাকাSaturday , 27 April 2024

বইমেলায় মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মহিমার প্রথম বই আদুরে ময়নাপাখি প্রকাশিত

হামিম হোসেন রিয়াজ
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ । ২০৭ জন
link Copied

এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে বঙ্গবন্ধু মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের, মেরিন ফিশারিজ এন্ড অ্যাকুয়াকালচার বিভাগের শিক্ষার্থী মহিমা নুশরাতের প্রথম বই “আদুরে ময়নাপাখি”। এখন থেকে আইডিয়া প্রকাশনীর ৫৭৯ নং স্টলে পাওয়া যাবে “আদুরে ময়নাপাখি”।

বইটির বিষয়ে মহিমা বলেন, প্রথম বই, এক মিশ্র অনুভূতি কাজ করছে, তবে ভালো লাগার অনুভূতি বেশী, এখনও সব কিছু স্বপ্নের মত মনে হচ্ছে।

বইটি সম্পর্কে আরো জানান, আদুরে ময়নাপাখি বইটি অন্যরকম কয়েকটি ভালোবাসার গল্প নিয়ে রচিত, একটু ব্যতিক্রমী ভালোবাসার অটুট বন্ধন তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, তরুণ প্রজন্মের কাছে ভালো লাগা তৈরী করবে।

এছাড়াও ভবিষ্যতে আরও ভালো কিছু লেখা পাঠকদের উপহার দেয়া পরিকল্পনা রয়েছে মহিমার।