ঢাকাSaturday , 18 January 2025
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬বছর পূর্তি উদযাপন

তাপস ত্রিপুরা
ডিসেম্বর ২, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ । ২৫৩ জন
link Copied

পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬বছর পূর্তি উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৬ বছর পূর্তির উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার, ২০৩ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন।

শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মংসুইপ্রু চৌধুরী, চেয়ারম্যান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্যব্যক্তি, বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি, স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ খাগড়াছড়ির সাধারণ জনগন।

খাগড়াছড়িবাসী চুক্তির জন্য যেমন আনন্দিত তেমনি দ্রুত চুক্তির শর্ত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবী জানান।

এনপি