ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

চুয়েটে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অর্জনের উপর ফিডব্যাক ও সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১২, ২০২৩ ৫:৫৪ অপরাহ্ণ । ১১১ জন
link Copied

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সেলের উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির অর্জনসমূহের উপর ফিডব্যাক ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে উক্ত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
ফিডব্যাক অনুষ্ঠান পরিচালনা করেন এনআইএস-এপিএ সেলের ডেপুটি রেজিস্ট্রার এস.এম. মোখতারুল মোস্তফা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এনআইএস-এপিএ সেলের টেকনিক্যাল অফিসার প্রকৌশলী মুহাম্মদ মোরশেদুল হক।
ফিডব্যাক ও সমন্বয় সভায় বিভিন্ন কমিটির ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্ট, বিভাগীয় প্রধান, অফিস প্রধান, শাখা প্রধান ও সংশ্লিষ্ট মনোনীত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এনপি