ঢাকাMonday , 20 May 2024
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় উপকূলীয় বনাঞ্চল রক্ষার দাবিতে সুন্দরবন দিবস পালিত

মোঃ জাহিদ তালুকদার
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ । ১০৭ জন
link Copied

পটুয়াখালী কলাপাড়ায় উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবি জানিয়ে সুন্দরবন দিবস পালিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় এ উপলক্ষ্যে গঙ্গামতি সমুদ্র সৈকতের বেলাভূমে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী’র যৌথ উদ্যোগে মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়ার সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, সংগঠক কামাল হাসান রনি, রেডক্রিসেন্ট সোসাইটির স্থানীয় টিম লিডার জসিম উদ্দিন, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

বক্তারা সুন্দরবন রক্ষার পাশাপাশি কলাপাড়ার গোটা উপকূলে ঝড়-জলোচ্ছ্বাসকালীন সবুজ দেয়ালখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবিতে সবাইকে সোচ্চার ও সচেতন হওয়ার দাবি করেন।