ঢাকাMonday , 9 September 2024
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে দেনার দায়ে গলায় রশ্মি দিয়ে স্বামী-স্ত্রী’র আত্মহত্যা

জাহিদ হাসান
ডিসেম্বর ১৬, ২০২৩ ৫:২৪ অপরাহ্ণ । ১৫৮ জন
link Copied

যশোরের বেনাপোলে দেনার দায়ে ৭ মাসের শিশু সন্তান রেখে গলায় রশি দিয়ে স্বামী-স্ত্রী’র আত্মহত্যা করেছে।

শুক্রবার ভোরে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের একটি বাসা থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

তরুণ এই দম্পতি হলো- মৃত কালাম হোসেনের ছেলে ইয়ামিন (২৫) এবং ইয়ামিনের স্ত্রী তনু খাতুন (২০)।

পুলিশ জানায়, তারা গত ১ সপ্তাহ আগে ওই বাসাটি ভাড়া নেন। এর আগে তারা যশোরের পুলেরহাটে বসবাস করতেন। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য তিনি নিজের বাড়ি জমি বিক্রি করে ভাড়া বাসায় থাকতেন। এই দম্পতির সাত মাসের একটি পুত্র সন্তান রয়েছে। আজ ভোরে প্রতিবেশিরা বাচ্চার কান্নার শব্দে ঘরের ভিতর জানালার ফাঁক দিয়ে তাকালে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি দুটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে বাহাদুরপুর বাজারের পাশে একটি ভাড়া বাসা থেকে স্বামীর-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এনপি