টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার ভাইঘাট বাজারের পাশে মটরসাইকেল ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক মহিলা এনজিও কর্মী নিহত অপর আরেক জন আহত হয়েছে।
নিহতের নাম তাসলিমা খাতুন(২৭)। তিনি সরিষাবাড়ি উপজেলার বয়রা ডিক্রি বন্দ গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় সাপ্তাহিক ছুটির কাটাতে তাসলিমা তার সহকর্মী একই এলাকার বাসিন্দা শরিফের সাথে মোটরসাইকেল করে বাড়ি যাচ্ছিলেন।
পথেমধ্যে ভাইঘাট বাজারে পৌঁছানোর আগেই পিছন দিক থেকে একটি ঘাতক ট্রাক তাদের মোটর সাইকেলকে ধাক্কা দিলে পিছন থেকে তাসলিমা ছিটকে পড়ে যায় এবং ঘাতক ট্রাক তাসলিমার বুকের উপর দিয়ে চলে যায়। ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক শরিফ সামান্য আহত হয়েছে।
নিহত তাসলিমা বেসরকারি প্রতিষ্ঠান সেতু নামক এনজিও এর মধুপুর শাখার মহিলা মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই সন্তানের জননী। এক সন্তানের বয়স পাঁচ বছর এবং অন্যটির বয়স তিন বছর।