ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা পুলিশ এর অভিযানে বিভিন্ন ব্যান্ডের ১৮টি চোরাই মোবাইল সেটসহ চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার গৌরীপুর উপজেলার ধেরুয়া কারেহা এলাকার রফিকুল ইসলামের ছেলে রেদুয়ান ইসলাম রিফাত (২২) এবং ময়মনসিংহ নগরীর থানার ঘাট এলাকার চাঁন মিয়ার ছেলে মোঃ মাসুম (২৭)।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার রাত পৌনে ১০ টায় ময়মনসিংহ নগরীর দিগারকান্দা বাইপাস হতে বিভিন্ন ব্যান্ডের ১৮টি চোরাই মোবাইল সেটসহ চোর চক্রের সদস্য কে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মোবাইল সেট চুরির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত বলে জানায় পুলিশ।
পুলিশ আরো জানায়, অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আসামী বিরুদ্ধে রেদুয়ান ইসলাম রিফাত এর ১টি ছিনতাই মামলা আছে।
উদ্ধারকৃত ১৮ টি মোবাইল সেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।