ঢাকাWednesday , 15 May 2024
  • অন্যান্য

উজবেকিস্তান সফরে সিআইএস-বিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদল

বাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০২৩ ৬:৩৭ অপরাহ্ণ । ১১৯ জন
link Copied

বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অন্বেষণের লক্ষ্যে সিআইএস-বিসিসিআই চেম্বারের উপদেষ্টা মাহবুব ইসলাম রুনুর নেতৃত্বে একটি ৬ সদস্যের সিআইএস-বিসিসিআই ব্যবসায়ী প্রতিনিধিদল সম্প্রতি উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সিআইএস-বিসিসিআই-এর সদস্য খান মোঃ ইকবাল, জনাব মোহাম্মদ এন এস কবির, আলমগীর হোসেন পাটোয়ারী, ব্যারিস্টার ওলোরা আফরিন রাসনা ও এ এন্ড এ এগ্রো এন্ড ফিশারিজ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ওয়াজেদ আলী।

প্রতিনিধিদলটি বেসরকারি খাতে আরও দ্বিপাক্ষিক ব্যবসায়িক লেনদেনের জন্য তাসখন্দে উজবেকিস্তান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবে।

সিআইএস-বিসিসিআই প্রতিনিধিদল উজবেকিস্তানের সাথে দেশের রপ্তানি/আমদানি বাড়ানোর জন্য বিশেষত সিল্ক সহ আরএমজি এবং টেক্সটাইল খাতে যৌথ ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনার জন্য টেক্সটাইল মন্ত্রীর সাথেও সাক্ষাৎ করবেন।

সফরকালে সিআইএস-বিসিসিআই প্রতিনিধিদল, কৃষি প্রক্রিয়াজাত শিল্পে যৌথ প্রচেষ্টার বিষয়ে কিজিলটেপা জেলার গভর্নরের সাথেও সাক্ষাৎ করবেন।

এখানে উল্লেখ করা যেতে পারে যে, সিআইএস-বিসিসিআই বাংলাদেশ এবং রাশিয়াসহ সিআইএস
দেশগুলির মধ্যে বাণিজ্য সম্প্রসারণের জন্য কাজ করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়
ইউনিয়নের পরে রপ্তানি গন্তব্যের তৃতীয় ফ্রন্ট হিসাবে রাশিয়ান এবং সিআইএস বাজার অন্বেষণ
করার চেষ্টা করছে।

এসআর