ঢাকাWednesday , 18 September 2024
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন যারা

মোবারক হোসাইন
নভেম্বর ২২, ২০২৩ ৯:৫৪ অপরাহ্ণ । ৫৫১ জন
link Copied

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর ) আসনটিতে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন মোট ১৪ জন।

মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার, সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদার ভানু, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মো. সেলিম আহমদ, সুনামগঞ্জ-মৌলভী বাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার খানম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান সেলিম, জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়াম্যাম নাসরিন সুলতানা দীপা, আওয়ামী লীগ নেতা মো. মাহবুব খান, বঙ্গবন্ধু পরিষদের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক ড. মো. রফিকুল ইসলাম তালুকদার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, যুক্তরাষ্ট্র মিশিগান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. নুরুল হাসান পারভেজ ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।

এসআর