ঢাকাTuesday , 21 January 2025
আজকের সর্বশেষ সবখবর

১৫ মিনিটের ঝড়ে লন্ডভন্ড পিরোজপুর, নিহত ১

মোঃ নুর উদ্দিন
এপ্রিল ৭, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ । ১৩৭ জন
link Copied

পিরোজপুরে ১৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে কয়েকশ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ সময় রুবি নামে এক গৃহবধূ মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৫মিনিট থেকে ১০টা পর্যন্ত চলে এ ঝড়।

ঝড়ে মারা যাওয়া ওই গৃহবধূ রুবি সদর উপজেলার মরিচাল এলাকার বাসিন্দা। এ সময় তার শিশুসন্তানও গুরুতর আহত হয়।

এদিকে ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সঙ্গে বরিশালের সড়ক-সহ বিভিন্ন এলাকার যোগাযোগও বন্ধ হয়ে গেছে।
ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড প্রায় ২০ গ্রাম।

ঘূর্ণিঝড়ে ঘরের মাঝে গাছ পড়ে যাওয়া খুমুরিয়া নিবাসী সরোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন প্রতিবেশী গাছ আমার ঘরের মাঝে পড়ে আমার ঘরে সবকিছু নষ্ট হয়ে গেছে বাচ্চারা ভয় কাতরাচ্ছে, প্রতিবেশীকে বারবার গাছ কাটতে বলা সত্বেও তারা গাছ কাটেনি।

পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত রুবি নামের একজনের মৃত্যুর খবর পেয়েছি। শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য শুকনো খাবার ও ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, মৃতের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা দেওয়া হবে। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।