ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, যাত্রীবাহী বাসটি শেরপুরের দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে সদরের আলালপুর এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। এ সময় স্থানীয়রা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
তিনি বলেন, হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। বাসটিকে আটকে রাখা হয়েছে, তবে এর চালক পালিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধী।