ঢাকাMonday , 9 September 2024
আজকের সর্বশেষ সবখবর

পত্নীতলায় মৃত হোসেন আলীর পরিবারকে চার্জার সমিতির সহায়তা

আল কোরাইশ রকি
এপ্রিল ২৯, ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ । ১২৬ জন
link Copied

নওগাঁর পত্নীতলায় মৃত হোসেন আলীর পরিবারকে নজিপুর বাসস্ট্যান্ড ধামইররোড চার্জার সমিতির পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (২৮ এপ্রিল) বিকালে ধামইররোড এলাকায় চার্জার চালক মৃত হোসেন আলীর ছেলে মুকুল হোসেনকে চার্জার সমিতির পক্ষ থেকে ১৩ হাজার ৮০০ টাকা নগদ আর্থিক সহায়তা প্রাদান করেন সমিতির সভাপতি মো: শহিদুল আলম বেন্টু) সহ অন্যান্য সদস্যবৃন্দ।