ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে ফসলের মাঠে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে তরুণ নিহত

মিথুন
ডিসেম্বর ৪, ২০২৩ ৫:৪৮ অপরাহ্ণ । ২৪৬ জন
link Copied

ময়মনসিহের গফরগাঁওয়ে ফসলের মাঠে পানি সেচ দিতে গিয়ে হাসিব (১৮) নামে এক তরুন বিদ্যুৎপৃষ্টে নিহত হয়েছে।

সোমবার বিকালে মশাখালী ইউনিয়নের দরিচাইরবাড়িয়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত হাসিব ওই এলাকার ব্যবসায়ী লাল মিয়ার ছেলে।

জানা যায়, হাসিব বাড়ি থেকে ৩০০ মিটার দূরে সোমবার বিকালে ফসলের জমিতে পানি সেচ দিতে সেচ পাম্প চালু কতে যায়। এসময় বিদ্যুতের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও স্বজনরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি ঘটনাটি নিশ্চিত করেন।