ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

যাকাত ইসলামের সৌন্দর্যকে প্রস্ফুটিত করে

আবদুর রহিম
এপ্রিল ৭, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ । ২২৩ জন
link Copied

যাকাত ইসলামের ৫ টি স্তম্ভের মধ্যে ৩য় স্তম্ভ। আমাদের সমাজ থেকে ধনী ও গরীবের মাঝে অর্থনৈতিক বৈষম্য দূর করতে মহান আল্লাহ পবিত্র কুরআনে ৩২ বার যাকাতের কথা উল্লেখ করেছেন।

মহান আল্লাহ পবিত্র কুরআনের সুরা আত তাওবার ৩৪ নং আয়াতে ঘোষণা করেন, ‘ যারা স্বর্ণ ও রূপা জমা করে রাখেন এবং তা আল্লাহর পথে খরচ না করে তাকে কঠিন শাস্তির সংবাদ দিন’। মুহাম্মদ (সাঃ) বলেন,’যাকাত হলো ইসলামের সেতু বন্ধন’ ( বায়াহাকী)। যাকাত কোন দান নই, যাকাত হলো ধনীদের সম্পদের উপর গরীবের হক। যাকাতের মাধ্যমে দাতার সম্পদের যেমন পরিশুদ্ধি হয় তেমনি সমাজের গরীব মানুষরা অর্থনৈতিকভাবে উপকৃত হয়ে মুসলিম ভাইদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে।

তাই পবিত্র রমজান মাসে ও পবিত্র ঈদুল ফিতরের পূর্বে সমাজ ও রাষ্ট্রের বিত্তশালীদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি, আসুন মহান আল্লাহর আদেশ মেনে গরীর- মিসকিন – অসহায়দের মাঝে সঠিক ভাবে ইসলামী শরীয়া অনুসরণ করে যাকাত প্রদানের মাধ্যমে ইসলামের সৌন্দর্যকে প্রস্ফুটিত করে একটি কল্যাণমুখী সুখী, নিরাপদ ও শান্তির বাংলাদেশ গড়ে তুলি।

লেখক ও সাংবাদিক
আবদুর রহিম
rahimmalekctg@gmail.com