টাঙ্গাইলের সখিপুরে উপজেলা, পৌর বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮৮তম বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা বিএনপি সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার,পৌর বিএনপি সভাপতি নাসির উদ্দিন,সাধারণ সম্পাদক মীরা আবুল হাশেম আজাদ, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সিকদার মো.সবুর রেজা, উপজেলা কৃষকদল সভাপতি বিল্লাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি ফরহাদ ইকবাল প্রমুখ।