ঢাকাSaturday , 15 February 2025
আজকের সর্বশেষ সবখবর

নাশকতার মামলায় কুড়িগ্রামে যুবদল নেতা গ্রেফতার

রফিকুল হক রফিক
ডিসেম্বর ২৩, ২০২৩ ৪:২৪ অপরাহ্ণ । ২৭৬ জন
link Copied

নাশকতার মামলায় কুড়িগ্রাম জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর খালেক ময়নাকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান। এর আগে পৌর শহরের জিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, চলতি বছরের নভেম্বর মাসে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়। সেই মামলার এজাহার ভুক্ত আসামি নুর খালেক ছিলেন।

এ বিষয়ে জানতে কুড়িগ্রাম যুবদলের আহবায়ক মোঃ রায়হান কবিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, দুপুরের দিকে যুবকদের এক নেতাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছেন। তার নামে তো কোন মামলা নেই। বিএনপি করে তাই পুলিশ গ্রেফতার করেছে।

ওসি মাসুদুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনের মামলায় একজন গ্রেফতার রয়েছে। আগামীকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।