ঢাকাWednesday , 18 September 2024
আজকের সর্বশেষ সবখবর

আপনাদের উপস্থিতি ও ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে: ফাহমী গোলন্দাজ বাবেল

মিথুন
ডিসেম্বর ২৫, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ । ১৬৮ জন
link Copied

প্রিয় নিগুয়ারী ইউনিয়নবাসি আপনারা আপনারা আমার মা, আপনারা আমার বোন। আপনারা আজকে যে ভালোবাসা দেখিয়েছেন আমার প্রত্যাশার চাইতে এই ভালোবাসার পরিমাণ অনেক বেশি। আপনাদের উপস্থিতি ও ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি আজকে বুঝতে পেরেছি মানুষের ভালোবাসা আর সমর্থনের বিকল্প কিছু নেই। সাইদুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ আজকে কানায় কানায় পূর্ণ। নদী পাড় হয়ে সভাস্থলে আসতে গিয়ে রাস্তায় দেখেছি যে পরিমাণ মা বোনেরা এখানে উপস্থিত সমপরিমাণ আমার পুরুষ ভাইয়েরা রাস্তায় আছে। আপনারা এই পথ সভাকে জনসভায় রূপ দিয়েছেন।

কথা গুলো ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল বলেন।

সোমবার বিকালে নিগুয়ারী ইউনিয়নের সাইদুর রহমান উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গফরগাঁওয়ে পর্যাপ্ত উন্নয়ন করেছেন। সারাদিন লাগতো উপজেলার অপরপ্রান্তে যেতে। এখন আধা ঘণ্টায় সেই পথ পাড়ি দেওয়া যায়। দক্ষিণ প্রান্ত নিগুয়ারী ইউনিয়ন থেকে আমার মরহুম পিতা আলতাফ হোসেন গোলন্দাজ উন্নয়ন শুরু করে। আমিও পিতার মতই দক্ষিণের ইউনিয়ন পাইথল থেকে আমার উন্নয়ন অগ্রযাত্রা শুরু করেছিলাম। ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, পিতার মতোই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী ৭ তারিখের নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার হিসেবে আবারও আপনারা দিবেন।

এসময় নিগুয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল আলম খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, নাজমুল হক ঢালী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, শামছুল আলম খোকন,তাইজুদ্দীন মৃধা,তারিকুল ইসলাম রিয়েল, মাহবুবুল আলম মাহবুব, সাবেক ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ প্রমূখ।