ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল, সম্পাদক সাকিব

মোঃ জাহিদ তালুকদার
জানুয়ারি ২১, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ । ২৩০ জন
link Copied

আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের ২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাজমুস সাকিব।

শনিবার (২০ জানুয়ারি) নির্বাচন শেষে বিকাল ৫ টায় কলাপাড়া রিপোটার্স ক্লাবের অফিস রুমে ফলাফল ঘোষণা করেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির।

এ সময় আরও উপস্থিত কলাপাড়া প্রেসক্লাবের সদস্য অমল মুখার্জি, কলাপাড়া ব্যাবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেহান উদ্দিন, কলাপাড়া রিপোটার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাসেল মোল্লা।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সভাপতি নজরুল ইসলাম, সহ সভাপতি প্রিন্স তালুকদার ইভান, সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাফসান রিমন, কোষাধ্যক্ষ মৈনুল হাসান নিরব, দপ্তর সম্পাদক সালমান সিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মারুফ হাসান, শিক্ষা ও গবেষণা সম্পাদক আবদুল্লাহ আল নোমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক স্মিতা রহমান, পরিবেশ দুর্যোগ ও জলবায়ু সম্পাদক রাওফিন রহমান।

উল্লেখ্য, নতুন এ আমরা কলাপাড়াবাসীর ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।