ঢাকাTuesday , 8 October 2024
আজকের সর্বশেষ সবখবর

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র নিলেন ঊর্মিলা

admin
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ । ১১১ জন
link Copied

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যেও দেখা যাচ্ছে তারকাদের। এ দলে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

তিনি মাকে নিয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র কিনতে এসেছেন।

আওয়ামী লীগের প্রধান কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঊর্মিলার সঙ্গে তার মাকে দেখা যায়।

এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, আশা করছি এবার আমার দল আমাকে মনোয়নয়ন দেবে।

একযুগ ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ঊর্মিলা। বর্তমানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এই অভিনেত্রী চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মৃত অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল অনন্ত কর ও মা মিসেস তৃপ্তী কর। তিনি দুই বোন এক ভাইয়ের মধ্যে সবার ছোট।

অন্যরা হলেন- তন্নি অদিতি কর ও ক্যাপ্টেন অনন্য চন্দ্রশেখর কর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন শাস্ত্রে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। বর্তমানে তিনি নাটক ও টেলিছবিতে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এসআর