ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। এই পরিচালক বাসায় পাইথন সাপ পুষছেন। বর্তমানে তার বাসায় চারটি পাইথন রয়েছে। আরও সাপ আনার চিন্তা করছেন তিনি। বিষয়টি নিয়ে শুধু চিন্তিত নন, ভয়ের মধ্যেও আছেন তার স্ত্রী অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।
সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার ঝিলাম গুপ্তাকে দেওয়া সাক্ষাৎকারে মিথিলা এমনটাই জানিয়েছেন। অভিনেত্রী জানান, বাড়িতে অনেকগুলো আছে। আমার বরের সাপ খুবই পছন্দের প্রাণী। বাড়িতে চারটি পাইথন আছে। প্রথমে একটা ছিল, তারপর হলো চারটি। এখন শুনছি আরও আসবে। প্রথমে যখন একটা ছিল, তখন ভয়ের কারণ ছিল না। এরপর এটা যখন ৮টা হবে, সেটা তো ভয়ের কারণ হবেই। তিনি নাকি সাপের ভয়েতেই বাড়ি ঢুকতে পারছেন না বলেও জানান।
সম্প্রতি কলকাতায় নিজের ছবি ‘ও অভাগী’ প্রচারে গিয়েছিলেন মিথিলা। এরপর বাড়ি ফিরে অভিনেত্রী দেখেন সেখানে একটা নয়, মোট চারটি বল পাইথন রয়েছে; যা দেখে খানিকটা চমকেই গিয়েছিলেন মিথিলা।
এসআর