পিরোজপুরের ৩টি উপজেলা পরিষদের নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে পিরোজপুর সদর উপজেলায় বিপুল ভোটের ব্যবধানে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস এম বায়েজীদ হোসেন (দোয়াত-কলম প্রতিক)। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৭৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাংবাদিক মোঃ শফিউল হক মিঠু (আনারস প্রতিক) পেয়েছেন ৩৬০৭ ভোট।
নাজিরপুর উপজেলায় দোয়াত-কলম প্রতিক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের দর্পণের প্রকাশক সম্পাদক এস এম নুরেআলম সিদ্দিকী (শাহীন)। তিনি পেয়েছেন ১৯ হাজার ২৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ আলী সিকদার (ঘোড়া প্রতিক) পেয়েছেন ১৮ হাজার ৮৪৮ ভোট।
ইন্দুরকানী উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ জিয়াউল আহসান গাজী (আনারস প্রতিক)। তার প্রাপ্ত ভোট ১১ হাজার ২০৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বি মোহাম্মদ ফায়জুল কবীর তালুকদার (দোয়াত-কলম প্রতিক) পেয়েছেন ৭ হাজার ৭৪০ ভোট, দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।