পটুয়াখালীর কলাপাড়ায় আহত মোকছেদুল ইসলামের সহায়তায় এগিয়ে আসলেন, সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।
শুক্রবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন মোকছেদকে দেখতে যান তিনি। এসময় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন উপজেলা পরিষদের এ চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার।
বুধবার (৫ জুন) রাত ৮ টার দিকে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কলাপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় প্রতিপক্ষ দোয়াত-কলম প্রতিকের সমর্থকরা বিজয়ী প্রার্থীর সমর্থক মোকছেদুল ইসলাম সহ ৪ জনের উপর দূর্ধর্ষ হামলা চালায়। এ সময় মোকছেদুলের বাম চোখ উপরে ফেলা হয়।
এদিকে শ্রমিকলীগ নেতা মোকছেদ এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবিতে বৃহস্পতিবার বিকেলে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা শ্রমিক লীগ। এ সময় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ জানান, মোকছেদের ভাই বাদী হয়ে ১৭ জনের নামে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে নজির (২২) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।