ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়ক থেকে অজ্ঞান অবস্থায় এক যুবককে কে উদ্ধার করা হয়। পরে যুবককে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকৃত ঘোষণা করেন। পুলিশ বলেছে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
৪ ফেব্রুয়ারি (রবিবার) সকালে ময়মনসিংহের নান্দাইলের গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা এলাকা থেকে বাবুল মিয়া (২১) নামের ওই যুবককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পুলিশ। অজ্ঞান যুবক অরুন্যপাশা গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে পেশায় একজন সিএনজি চালক।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মজিদ জনান, খবর পেয়ে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে, কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ওই ব্যক্তিকে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।