ঢাকাMonday , 2 December 2024
আজকের সর্বশেষ সবখবর

বুড়িগঙ্গায় ১২ ঘণ্টার ব্যবধানে দুটি ভাসমান লাশ উদ্ধার

নাসির উদ্দিন টিটু
এপ্রিল ১৬, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ । ৯৮ জন
link Copied

বুড়িগঙ্গা নদী থেকে ১২ ঘন্টার ব্যবধানে এক শিশুসহ অজ্ঞাত দুইজনের লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ইস্পাহানি ঘাট এলাকা থেকে দশ বছর বয়সী এক শিশু ও সোমবার রাত আটটার দিকে মিল ব্যারাক এলাকার গঙ্গাশাহ্ মাজার বরাবর এলাকা থেকে ৫০ বছর বয়সী একটি পুরুষের লাশ বুড়িগঙ্গায় ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

এ সময় শিশুটির পরনে ছিল একটি কালো প্যান্ট ও সেন্টো গেঞ্জি এবং মধ্য বয়সি ওই ব্যক্তির পরনে ছিল ফতুয়া,পায়জামা, মাথায় কালো টুপি ও হাতে একটি তসবিহ ছিল।

সদরঘাট নৌ থানার এস,আই নকিব অয়জুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে সুরতহালের সময় লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। লাশের পরিচয় নিশ্চিতে সিআইডি ক্রাইম সিনের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের চেষ্টা সহ আশপাশের থানাকে অবহিত করা হয়েছে।