ঢাকাSaturday , 15 February 2025
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

শফিকুল ইসলাম
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ । ১৬৮ জন
link Copied

ময়মনসিংহের ত্রিশালে সহকারি পুলিশ সুপার সার্কেল (ত্রিশাল)অরিত সরকার ও ত্রিশাল থানা অফিসার ইনচার্জ কামাল হোসেনের নির্দেশে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দরিরামপুর এলাকায় চেক পোস্ট বসিয়ে ১৪ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ত্রিশাল থানা পুলিশ।

মাদক কারবারিরা হলেন, ময়মনসিংহেরহালুয়াঘাট উপজেলার গাজীর ভিটা গ্রামের নাজিমুদ্দিনের ছেলে ১। জাহিদুল ইসলাম (১৭) একই এলাকার মনিরমিয়ার ছেলে ২। আবিদ হাসান (১৭)।

বৃহস্পতিবার সকালে ত্রিশাল থানার এস আই নুরে আলম সিদ্দিক এ এসআই রিপন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করেন।

এ বিষয়ে অভিযানে থাকা এস আই রিপন মিয়া বলেন, মাদক কারবারি দুইজন ময়মনসিংহ থেকে আসার পথে চেক পোস্ট দেখে দ্রুত পালিয়ে যেতে চেষ্টা করে পরে তাদেরকে দৌঁড়িয়ে ধরে চেক করা হলে তাদের কাছে কালো বেগে থাকা ১৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, ১৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। মাদক আইনে মামলা প্রক্রিয়াধিন।