ঢাকাMonday , 2 December 2024
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন টুম্পা রানী

তৌহিদুল ইসলাম সরকার
ডিসেম্বর ১৪, ২০২৩ ৫:১০ অপরাহ্ণ । ১৫২ জন
link Copied

ময়মনসিংহের নান্দাইল উপজেলার স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন টুম্পা রানী চৌহান। তিনি ওই স্কুলে সহকারী শিক্ষক পদে কর্মরত আছেন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল পরিচালনা কমিটি ২০২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে টুম্পা রানী চৌহানের নাম ঘোষণা করেন।

স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহ আলম ভূঁইয়া বলেন, স্কুলের কর্মরত সহকারী শিক্ষকগণের মধ্য থেকে পাঠদানে দক্ষতা,ছাত্র-ছাত্রীদের প্রতি আন্তরিকতা, শিক্ষাগত যোগ্যতাসহ পেশাগত দিক থেকে ব্যক্তিত্বের বিকাশ ইত্যাদি বিষয় বছরব্যাপী মূল্যায়নের ভিত্তিতে একজন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এটি ধারাবাহিকভাবে চলমান। নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষককে আনুষ্ঠানিকভাবে পদক প্রদানসহ অন্যান্য পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

টুম্পা রানী চৌহান তাঁর প্রতিক্রিয়ায় বলেন,কষ্টার্জিত যে কোনো সম্মান আনন্দের। এ জন্যে দায়িত্ব আরও বেড়ে গেলো। এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্যে স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল পরিচালনা কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।