ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেনযাত্রী নিহত

মোঃ জাকির হোসেন
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ । ১০৭ জন
link Copied

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ট্রেনযাত্রী খুন হয়েছেন। তিনি নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম।

নিহত গোপাল পাল (৪৫) মোহনগঞ্জ উপজেলার পালপাড়া এলাকার বাসিন্দা। তিনি গাজীপুরে শ্রমিকের কাজ করতেন।

রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর বলেন, ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ স্টেশনে প্রবেশ করে। এ সময় মোহনগঞ্জ থেকে আসা ট্রেনের যাত্রী গোপাল প্রস্রাব করতে স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে নামে সেখান থেকে ফেরার সময় ছিনতাইকারীর কবলে পড়েন।

ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন‍্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি জাহাঙ্গীর।

এসআর