ঢাকাMonday , 20 January 2025
আজকের সর্বশেষ সবখবর

পিটার হাসকে হুমকি: চট্টগ্রাম আদালতে আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

আবদুর রহিম
নভেম্বর ২৯, ২০২৩ ৬:২৩ অপরাহ্ণ । ২৯২ জন
link Copied

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার ঘটনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালতে মামলাটির আবেদন করেন বিশিষ্ট মানবাধিকার কর্মী আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু।

মামলার অন্য বিবাদীরা হলেন– কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহচান, ফরহাদ, নাছির ও সাইফুল।
উল্লেখ্য, বিশ্বের শক্তিধর দেশ বাংলাদেশে আমেরিকার বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসকে চট্টগ্রামে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মুজিবুল হক চৌধুরী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বাংলাদেশস্থ ঢাকায় নিযুক্ত আমেরিকার মান্যবর রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দিলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এনপি