ঢাকাSaturday , 27 July 2024
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের ৪টি আসনে নৌকার হাল ধরলেন যারা

রফিকুল হক রফিক
নভেম্বর ২৬, ২০২৩ ৮:৪০ অপরাহ্ণ । ২১৪ জন

ছবি : মো: জাফর আলী, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, এ্যাড: হাসান পলাশ বিপ্লব, আসলাম সওদাগর

link Copied

কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে এক প্রতিমন্ত্রী ও এক এমপিকে বাদ দিয়ে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। মনোনয়ন প্রাপ্তরা হলেন কুড়িগ্রাম- ১ আসনে বর্তমান এমপি আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনে জেলা আওয়ামীলীগের সভাপতি মো: জাফর আলী, কুড়িগ্রাম- ৩ আসনে আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য সৌমেন্দ্র প্রসাদ গবা পান্ডে ও কুড়িগ্রাম-৪ আসনে এডভোকেট বিপ্লব হাসান পলাশ।

খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম- ৩ আসনে আওয়ামীলীগ দলীয় বর্তমান এমপি এম এ মতিনকে বাদ দিয়ে সৌমেন্দ্র প্রসাদ গবা পান্ডেকে দেয়া হয়েছে।

অন্যদিকে কুড়িগ্রাম- ৪ আসনে আওয়ামীলীগ দলীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেনকে বাদ দিয়ে সাবেক ছাত্রলীগ নেতা এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশকে মনোনয়ন দেয়া হয়েছে।

এদিকে কুড়িগ্রাম- ২ আসনে জেলা আওয়ামলীগের সভাপতি মো: জাফর আলীকে মনোনয়ন দেয়ায় জেলা শহরে আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

কুড়িগ্রাম- ২ আসনটি গত সংসদ নির্বাচনে জতীয় পাটি থেকে পনির উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছিলেন।

ঢাকা থেকে দলীয় মনোনয়ন ঘোষণা করেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ মনোনয়ন ঘোষণা করেন।

আওয়ামীলীগের দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রবি বোস।