ঢাকাSaturday , 15 February 2025
আজকের সর্বশেষ সবখবর

রমজানের প্রথম দশ দিন জামাতের সহিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে পুরস্কার

তৌহিদুল ইসলাম সরকার
মার্চ ২২, ২০২৪ ৪:০০ অপরাহ্ণ । ১২৮ জন
link Copied

ইশাআতুল কোরআন ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র মাহে রমজান এর প্রথম ১০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিদ আদায় করার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার প্রতিযোগিতা, ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের, দক্ষিণ জাহাঙ্গীরপুর মধ্যপাড়া বাইতুল আতিক জামে মসজিদের মুসল্লিদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মসজিদের মুসল্লিদের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজে ১১ জন বিজয়ী হয়েছেন।

বিজয়ীরা হলেন, মোঃ কাঞ্চন মিয়া,আব্দুল মোতালিব, নাদিম, সোহেল, খুরশিদ,মঞ্জিল, তহিব্বুল, মনির উদ্দিন, জাকির হোসেন, মাহবুবর রহমান,মুনাঈম, উক্ত প্রতিযোগিতা অর্জন কারীদের মধ্যে পুরস্কার তুলে দেন, দক্ষিণ জাহঙ্গীরপুর মধ্যপাড়া বাইতুল আতিক জামে মসজিদ এর ইমাম মুফতি খলিলুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক তৌহিদুল ইসলাম সরকার, মোঃ হোসেন আলী, রুহুল আমিন ভূঁইয়া, আব্দুল মোতালিব, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রসঙ্গত: মাহে রমজান উপলক্ষে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত এর সহিত আদায় করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইশাআতুল কোরআন ফাউন্ডেশন এর পরিচালক হাফিজ মোহাম্মদ মোস্তাকিম এই পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। পুরস্কারের মধ্যে রয়েছে আতর, টুপি, মেসওয়াক।