ঢাকাTuesday , 10 September 2024
আজকের সর্বশেষ সবখবর

মধুপুরে আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি

বাবুল রানা
মার্চ ১৩, ২০২৪ ৪:৩৮ অপরাহ্ণ । ১২৫ জন
link Copied

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন দামপাড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ছানা মিয়ার খড়ের গাদায় আগুন লেগে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায়।

মঙ্গলবার(১২মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে কে বা কারা এই খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় তা জানা যায়নি।

প্রত্যেক্ষদর্শী নাজমুল জানান, রাত আনুমানিক এগারোটার দিকে কে বা কারা আমাদের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয় তা জানতে পারিনি। পরবর্তীতে মধুপুর ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে কিন্তু ততক্ষণে খড়ের গাদা পুড়ে ছাই হয়ে যায়।

এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি জানান।