ঢাকাSaturday , 14 December 2024
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তৌহিদুল ইসলাম সরকার
মার্চ ৪, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ । ১২০ জন
link Copied

ময়মনসিংহের নান্দাইলে আনন্দগণ পরিবেশে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কনফারেন্স রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দেশ রূপান্তর পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ আবু হানিফ সরকারের সভাপতিত্বে ও নান্দাইল প্রেসক্লাবের অর্থ-বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজ্বী নাজিমউল্লাহ লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আবু নাঈম ভূইয়া ফারুক, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দীন, নান্দাইল মডেল থানার প্রতিনিধি এসআই আঃ সালাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল হক আকন্দ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।

এসময় বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক ওয়াহিদুল ইসলাম কনক,সাংবাদিক শামসুজ্জামান বাবুল প্রমুখ বিশিষ্ট ব্যাবসায়ী আমিনুল ইসলাম খায়েস।

বক্তারা রূপায়ণ গ্রুপ ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সার্বিক মঙ্গল কামনা করেন।

এসময় উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, লেখক, ব্যাবসায়ীসহ রাজনৈতীক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।