বাংলাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয়,সামাজিক ও মানবিক সংগঠন সীবলী ফাউন্ডেশনের নতুন কার্যকরী কমিটি গঠনকল্পে জরুরী এক সাধারন সভা ২৬ শে মার্চ বিকেল ৪ ঘটিকায় চট্টগ্রাম নগরীর মোগলটুলীস্থ শ্মশানভূমি শাক্যমুনি বুদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়৷
উক্ত সভায় উপস্থিত সভ্যগনের সর্ব সম্মতি ক্রমে- ভদন্ত তিলোকাবংশ মহাথেরো মহোদয়কে- প্রধান উপদেষ্টা, বাবু দূর্লভ বড়ুয়া মহোদয়কে- সভাপতি, বাবু রাজীব বড়ুয়া মহোদয়কে- সহ-সভাপতি, লায়ন সবুজ বড়ুয়া মহোদয়কে- সাধারণ সম্পাদক,বাবু বিজন বড়ুয়া মহোদয়কে- সহ-সাধারণ সম্পাদক, মনোনিত করে একটি পরিপূর্ণ কার্যকরী কমিটি গঠন করা হয়।
নব গঠিত কার্যকরী কমিটির নির্বাচিত সকলকে সভ্যগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং সীবলী ফাউন্ডেশনের নতুন কার্যকরী কমিটির নেতৃবৃন্দ মানবতার কল্যাণে নিজেদের উৎসর্গ করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।