ঢাকাThursday , 16 January 2025
আজকের সর্বশেষ সবখবর

নিজের অটোরিকশায় চাপা পড়ে চালকের মৃত্যু

তৌহিদুল ইসলাম সরকার
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ । ১৯৬ জন
link Copied

চলন্ত অটোরিক্সার সামনের চাকা খুলে উল্টে গিয়ে হাবিবুর রহমান (৪৮) নামের একচালক নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কে মধুপুর বাজার ব্রীজের পশ্চিম পাশে ১৪ই ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান চর বেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মাহতাব উদ্দিন এর ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায় হাবিবুর রহমান অটো রিক্সা নিয়ে সকাল নয়টার দিকে মধুপুর বাজার থেকে দুজন যাত্রী নিয়ে চরশীরামপুর যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। মধুপুর বাজার বীজের পশ্চিম পাশে যেতেই হঠাৎ অটোরিকশার সামনের চাকা খুলে যায়। এ সময় অটো রিক্সাটি উল্টে গেলে নিচে চাপা পড়েন চালা খাব হাবিবুর রহমান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল মোহাম্মদ আবুল হাসেম বলেন, অটো রিকশা উল্টে চালক নিহত হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে।