ময়মনসিংহ নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দক্ষিণ জাহাঙ্গীরপুর (সুরাটি বাজার) পূর্ব পাশে বায়তুল মামুদ জামে মসজিদে তারাবির নামাজ আদায় করার সময় সিজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে।
১৭ই মার্চ রবিবার সোয়া আটটার দিকে বায়তুল মামুদ জামে মসজিদে জামাতে তারাবির নামাজ আদায়ের করতে ছিলেন। সে সময় তিনি সিজদারত অবস্থায় রাত সাড়ে আটটার দিকে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত ব্যক্তির নাম আব্দুর রাশিদ তিনি পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের দক্ষিণ সুরাটি গ্রামের মৃত হাসেন আলী ওরফে নিমার বাপের ছেলে। তিনি দীর্ঘদিন কীটনাশক ও ইউরিয়া সার ডিলার ব্যবসায়ীক হিসেবে পরিচিত ছিলেন। তাহার মৃত্যু কালে বয়স হয়েছিল ৬৫ বছর।
তিনি মৃত্যু কালে তিন ছেলে দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।