আপনাদের সকলের কাছে আমি চির কৃতজ্ঞ ও ঋণি। আজকের উঠান বৈঠকে নারী পুরুষের উপস্থিতিতে জনসভায় রূপ নিয়েছে। ২০০১ সালে আমার পিতা প্রয়াত নেতা আলতাফ হোসেন গোলন্দাজকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার অপরাধে বিএনপি জামায়াত আপনাদের উপর নির্যাতন চালিয়ে ছিলো। বাড়ী ভেঙ্গে পুকুর করে ছিলো। ওই সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তখন বিরুধী দলের নেতা। তিনি তখন নির্যাতনের চিত্র দেখতে গফরগাঁও এসেছিলেন। সেই দিন একজন হাফেজ রাস্তায় প্রধানমন্ত্রীর গাড়ী বহরে সালাম দিয়েছিলো। তখন বিএনপি জামাতের নেতাকর্মীরা ওই হাফেজের হাত ভেঙ্গে দিয়েছিলো। দাঁড়ি টেনে ছিরে ফেলেছিলো। মাননীয় প্রধানমন্ত্রী এসব ভুলেনি। এখন নির্যাতনের বর্ণনা দিতে ওই ঘটনা গুলো তুলে ধরেণ।
কথাগুলো ময়মনসিংহের গফরগাঁওয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল বলেন।
রবিবার বিকালে রসুলপুর ইউনিয়নের কলেজ মাঠে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। গফরগাঁওয়ে পর্যাপ্ত উন্নয়ন হয়েছে। রাস্তা,ব্রীজ, বিদ্যালয়ের ভবন হয়েছে। পিতার মতোই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে তৃতীয় বারের মতো নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী ৭ তারিখের নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি উপহার হিসেবে আবারও আপনারা দিবেন।
এসময় রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা সারোয়ার মন্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন বাদল, সাধারণ সম্পাদক আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতাউর রহমান, নাজমুল হক ঢালী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন,মইনুল হক সরকার,তারিকুল ইসলাম রিয়েল, মাহবুবুল আলম মাহবুব, সাবেক চেয়ারম্যান সাইফুল আলম প্রমূখ।
ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে মিছিলে উঠান বৈঠকে যোগ দেন এক পর্যায়ে উঠান বৈঠকটি জনসভায় রূপ নেয়।