ঢাকাMonday , 14 October 2024
আজকের সর্বশেষ সবখবর

তিন বখাটের কান্ড!

মনিরুজ্জামান মনির
জানুয়ারি ৩১, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ । ১২৪ জন
link Copied

স্কুল চলা কালিন তিন বখাটে মিলে স্কুলের ক্লাশ রুমে ডুকে মেয়েদের উপর বিলাই চিমটি (বান্দর ওয়ালা) দিয়েছে। এতে তিন শিশু নারী শিক্ষার্থী আহত হয়ে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছে।আহতরা সবাই চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। ওই শিক্ষার্থীরা পাগলের মত শরীর চুলকাচ্ছে।

সোমবার দুপুরে শেরপুর সদর উপজেলার ৪৩ নং মধ্য বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। পুলিশ ইব্রাহিম ও আকাশ নামে দুই বখাটেকে গ্রেফতার করেছে। ঘটনার আসল নায়ক মোঃ কালু মিয়ার ছেলে আব্দুল মোতালেব পালাতে সক্ষম হয়েছে। অভিযুক্তরা সকলেই স্থানীয় যুবক।

এলাকাবাসির দাবী এদের বখাটেপনায় সবাই অতিষ্ঠ।সকাল থেকে মধ্যরাত অবদি স্কুল কলেজের মেয়েদের উত্ত্যক্ত করাই এদের কাজ।

স্কুল সুত্রে জানা গেছে স্কুলের টিফিন চলাকালিন ওই তিন বখাটে স্কুলে ডুকে এই ঘটনা ঘটনায়। স্কুলের বাউন্ডারি না থাকায় ওরা প্রতিদিন ওই স্কুলে ডুকে সিগারেট, গাজা সেবন করে।

অভিযুক্তরা প্রভাবশালি হওয়ায় শিক্ষকরাও আতংকে থাকে। স্কুলের প্রধান শিক্ষক হাসনাত জাহান জানিয়েছেন স্কুলটি বাজারে অবস্থিত। দিনের বেলায় বাজারের মানুষজন স্কুলের খোলা মাঠেই আড্ডা দেয়।কখনও কখনও প্রকৃতির ডাক পর্যন্ত সাড়া হয় শিক্ষক শিক্ষার্থীদের সামনেই।বখাটের অত্যাচার লেগেই থাকে। বিলাই টিমটিতে আক্রান্ত সবাইকে হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা সুস্থ হলেই মামলা দেওয়া হবে।

সদর থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, দুই জনকে আটক করা হয়েছে। আরেকজনকে পুলিশ খোঁজছে। মামলা হলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।