ঢাকাTuesday , 3 December 2024
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নাসির উদ্দিন টিটু
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ । ১৩৪ জন
link Copied

ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশের ঝোপের ভিতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় খালি গায়ে জিন্সের প্যান্ট পরিহিত যুবকের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে স্থানীয়রা তাৎক্ষণিক তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের আট নম্বর গোয়ালখালী আব্দুস সালাম সড়কের পার্শ্ববর্তী ঝোপের ভিতরে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে দশটার দিকে মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। লাশের পরিচয় নিশ্চিত করতে সিআইডির ক্রাইম সিন সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।