ঢাকাFriday , 17 January 2025
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন কুড়িগ্রামের সিভিল সার্জন

রফিকুল হক রফিক
ডিসেম্বর ৩, ২০২৩ ৯:৫১ অপরাহ্ণ । ২১৮ জন
link Copied

নদ নদীময় জেলা কুড়িগ্রাম। এ জেলায় চর দ্বীপ চরসহ প্রায় চার শতাধিক চরাঞ্চল রয়েছে। এসব চরাঞ্চলের পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়াসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় এবার রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সিভিল সার্জন নির্বাচিত হয়েছেন ডা. মঞ্জুর-এ মোর্শেদ।

রোববার (৩ ডিসেম্বর) রংপুর স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভায় কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ এর নাম ঘোষণা করেন বিভাগের ডাইরেক্টর ডা. মোঃ এবিএম আবু হানিফ। এছাড়াও তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

জানা গেছে, গত একমাসে রংপুর বিভাগের ৮টি জেলার স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কার্যক্রমের উপর বিবেচনা করে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। এসময় সভাকক্ষে ৮ জেলার সিভিল সার্জনগণ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বলেন, এটা অবশ্যই আমার জন্য অনেক ভালো পাওয়া। এ সম্মাননা পাওয়াতে আমাদের কাজের স্পৃহা আরও বাড়বে। এছাড়াও আমার স্টাফরা উৎসাহিত হবে। ভবিষ্যতে আরও ভালোভাবে আমাদের স্বাস্থ্য বিভাগের যে দায়িত্ব আছে আমরা পালন করবো।

এসআর