ঢাকাWednesday , 4 December 2024
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

আল কোরাইশ রকি
মার্চ ২৭, ২০২৪ ৫:৫৭ অপরাহ্ণ । ৫৫১ জন
link Copied

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ডভিশনের আয়োজনে আয় বৃদ্ধি মূলক প্রকল্পে শর্তসাপেক্ষে হতদরিদ্র পরিবারের সদস্যদের নগদ অর্থ সহায়তা ও নির্বাচিত শিশু প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার।

বুধবার (২৭ মার্চ) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এরিয়া প্রোগ্রাম কর্মকর্তা মানুয়েল হাসদার সভাপতিত্বে বিকাশের মাধ্যমে ১০৫ জন উপকার ভুগিকে মাথাপিছু ১৮ হাজার টাকা ও পাঁচজন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার দেওয়া হয়।

ওয়ার্ল্ড ভিশন জানায়, আয় বৃদ্ধি মূলক কাজে শর্তসাপেক্ষে ৪০৪ জন নারী ও পুরুষের মধ্যে ইতিমধ্যে ২৯৯ জন প্রকল্প বাস্তবায়ন শুরু করেছে। এদের মধ্যে ২৮৮ জন নারী ছাগল পালন, ৪২ জন মুরগি পালন, ৬৬ জন হাঁস পালন, ৩০ জন শুকর পালন, তিনজন কবুতর পালন, ১৫ জন ব্যক্তি ক্ষুদ্র মুদি ব্যবসা, ৮ জন নারী সেলাই মেশিন, তিনজন ভিক্ষুককে অর্থ সহায়তা প্রদান ও ১৩ জন নারী ভেড়া কিনে প্রকল্পের কাজ শুরু করে দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, পৌর মেয়র আমিনুল ইসলাম, প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, মুকুল বৈরাগী, ডেনিশ তপ্ন, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া, শারমিন আক্তার সুরভী, স্পন্সর শিপসিস্টেম অফিসার এলভিনা হাসদা প্রমুখ।